পল্লী বিদ্যুৎ, কারিগরি শিক্ষা ও ডিএসসিসির নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ
নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পল্লী বিদ্যুৎ সমিতি ও কারিগরি শিক্ষা অধিদপ্তরে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাক্ষাৎকার ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে।
পল্লী বিদ্যুৎ সমিতি : পল্লী বিদ্যুৎ সমিতির মিটার টেস্টার পদের এমসিকিউ পরীক্ষা হবে ৩ মার্চ ২০২৩ বেলা ৩টায়। ঢাকার সাতটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে অনলাইনে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। প্রবেশপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। ফটোকপি গ্রহণযোগ্য নয়। পরীক্ষার সময়সূচি এই ওয়েবসাইটে : www.reb.gov.bd।
কারিগরি শিক্ষা অধিদপ্তর : শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর/ফিজিক্যাল এডুকেশন ইনস্ট্রাক্টর পদের (১০ম গ্রেড) ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা (এমসিকিউ) হবে ১৮ মার্চ শনিবার সকাল ১০টায় থেকে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা এবং পরীক্ষাসংক্রান্ত দরকারি তথ্য ও নির্দেশাবলি জানা যাবে পিএসসির ওয়েবসাইটে http://bpsc.gov.bd।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি): ডিএসসিসি ওটি অ্যাসিস্ট্যান্ট, সহকারী টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বাছাই পরীক্ষার এই সময়সূচি পাওয়া যাবে ডিএসসিসির ওয়েবসাইটে http://dsec.gov.bd
ওটি অ্যাসিস্ট্যান্ট পদের মৌখিক পরীক্ষা হবে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ২টা ৩০ মিনিট থেকে ডিএসসিসির নগর ভবনের তুরাগ হলে। সহকারী টেকনিশিয়ান ও ফার্মাসিস্ট পদের মৌখিক পরীক্ষা হবে তুরাগ হলে ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত।