৪০ পদে ফরেস্টার নিয়োগ দেবে বন অধিদপ্তর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০২ AM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০২ AM
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে আবারও কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজস্বখাতভুক্ত এই প্রতিষ্ঠানে ফরেস্টার পদে ৪০ জন নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফরেস্টার
পদসংখ্যা: ৪০টি
যোগ্যতা: আগ্রহীদের কোন স্বীকৃত বোর্ড হতে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিগ্রি থাকতে হবে।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না: খাহড়াছড়ি, বাগেরহাট, নড়াইল, ফরিদপুর, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধি কোটায় সব জেলার প্রাথীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধাদের নাতি–নাতনিদের জন্য বয়স ১৮ থেকে ৩০ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা বন অধিদপ্তরের ওয়েবসাইট অথবা বন অধিদপ্তরের অফিস হতে সরাসরি ফরম সংগ্রহপূর্বক পুরণ করে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে পারবেন।
ঠিকানা: প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, বন ভবন আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি ২০০/- টাকা
আবেদনের শেষ সময়: ১৬ মার্চ ২০২৩
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।