নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮ পরীক্ষার্থী বহিষ্কার
কুড়িগ্রামে পরিবার কল্যাণ ’পরিদর্শিকা প্রশিক্ষণার্থী’ পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে আট পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোদাব্বের হোসেন।
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই আরআরএফ-এ বিশাল নিয়োগ, নেবে ৪০০কর্মী।
তিনি জানান, শনিবার সারাদেশে একযোগে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী’ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। নিয়োগ পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ওই কেন্দ্রের আট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তবে তিনি জানিয়েছেন কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য শনিবার (১৮ ফেব্রুয়ারি) সারাদেশে ৪৬টি প্রতিষ্ঠানে ’পরিদর্শিকা প্রশিক্ষণার্থী’ পদে লিখিত পরীক্ষা নেয়া হয়েছে।