১৬৯ পদে বেসামরিক লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলদেশ সেনাবাহিনী। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৪তম হতে ২০তম গ্রেডে অসামরিক স্থায়ী/অস্থায়ী পদে লোকবল নিয়োগ দেয়া হবে।
পদের নাম:
১। ফিটার
২। বারবার
৩। বুক বাইন্ডার
৪। অপারেটর হিট ট্রিটমেন্ট
৫। ইউডিসি
৬। টেইলার
৭। প্যাকার
৮। এমটি ড্রাইভার/ ড্রাইভার/ সিএমডি
৯। কম্পাউন্ডার
১০। ফায়ার-ক্রু
১১। পরিচ্ছন্নতা কর্মী
১২। নিরাপত্তা প্রহরী
১৩। সহিষ
১৪। মালী
১৫। হেড মেকানিক
১৬। অফিস সহায়ক/বার্তাবাহক
১৭। বাবুর্চি (ইউ)
১৮। পাম্প অপারেটর
১৯। বেঞ্চ ফিটার (এসএস-২)
২০। ফায়ারম্যান
২১। আয়া
২২। ভিউয়ার
২৩। বাবুর্চি (মেস)
২৪। বাবুর্চি
২৫। অফিস করণিক
২৬। সহকারী বাবুর্চি/মশালচী
২৭। স্টোরম্যান
২৮। ইলেক্ট্রিশিয়ান
২৯। বাবুর্চি (হাসপাতাল)
৩০। ওয়েল্ডার (এসএস-২)
৩১। মেসওয়েটার
৩২। ইনসেক্ট কালেক্টর
৩৩। পেইন্টার
৩৪। ধুপি
৩৫। ওয়ার্ডবয়
৩৬। টিসিএম-৩
৩৭। মিল্ক ডেলিভারিম্যান
৩৮। ইএন্ডবিআর
৩৯। শ্রমিক/ইউএসএম
৪০ । ফার্ম লেবার (বুলক কার্ট ড্রাইভার)
বয়সসীমা: ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৯ থেকে ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে।
আবেদন ফি: ২০০/- টাকা
আবেদনের শেষ সময়: ০৯ মার্চ ২০২৩
পদ সম্পর্কে বিস্তারিত বিবরণি, আবেদনের যোগ্যতা ও আবেদন ফরমের জন্য ক্লিক করুন এখানে।