১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২১

রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ দেবে বিআইডিএস

রিসার্চ অ্যাসোসিয়েট  © প্রতীকী ছবি

নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। এই প্রতিষ্ঠানে রিসার্চ অ্যাসোসিয়েট পদে নবম গ্রেডে সাতজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে আবেদন করে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)

পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট

পদসংখ্যা: ৭টি

আবেদনের যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের গ্রেডে চার বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তরে একটি প্রথম শ্রেণি/সমমানের গ্রেডসহ অন্যান্য বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকলেও আবেদন করা যাবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২৪ হাজার।

অভিজ্ঞতা: বাংলাদেশ ডেভেলপমেন্ট স্টাডিজ জার্নাল স্ট্যান্ডার্ডের একটি গবেষণা প্রকাশনা থাকলে ও গবেষণায় দুই বছরের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে নির্ভুলভাবে পূরণ করে rabids2023@gmail.com এই ঠিকানায় ই-মেইল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো সনদ/মার্কশিট পাঠানোর প্রয়োজন নেই।

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ, ২০২৩