প্রকৌশলী নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, সোনাকান্দা, নারায়ণগঞ্জ এর উৎপাদন বিভাগের জন্য ১০ ক্যাটাগরির পদে ৬০ জন নিয়োগ দেয়া হবে। আগ্রহীদের সরাসরি আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
পদের নাম: একাধিক পদ
পদসংখ্যা: ১০টি
আবেদনের যোগ্যতা: যোগ্যতা ও অভিজ্ঞতা জানতে বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা: সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরণ: চুক্তিভিত্তিক ও দৈনিকভিত্তক
বেতন ও সুযোগ-সুবিধা: চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে মূল বেতনের সাথে অন্যান্য ভাতাদি প্রতিষ্ঠানের বেতন কাঠামো, নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়মানুযায়ী প্রদান করা হবে।
এছাড়া দৈনিক ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রচলিত নিয়মে দৈনিক ভিত্তিক বেতন/মজুরী কাঠামো মোতাবেক বেতন/মজুরী পরিশোধ করা হবে। বেতন/মজুরি ও অন্যান্য ভাতাদি প্রতিষ্ঠানের নিজস্ব বেতন/মজুরী কাঠামো, নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়মানুযায়ী (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদান করা হবে। অত্র প্রতিষ্ঠানের মেডিক্যাল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক প্রতিপাদিত হলে নিয়োগ প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা ০৪ (চার) কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/ জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, অনিবন্ধন (যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার সনদ/ প্রত্যয়ন পত্র ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্রসমূহের সত্যায়িত কপি সরাসরি অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠাতে হবে। উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে
ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদনপত্র “ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ"।
আবেদনের শেষ সময়: ক্রমিক ১, ২, ৩ ও ৪ নং পদের জন্য আবেদনকারী প্রার্থীর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৩ এবং ক্রমিক ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নং পদের জন্য আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৩।
বিস্তাুরিত দেখুন...