অফিসার ক্যাডেট নিয়োগ দিবে বাংলাদেশ বিমান বাহিনী, থাকছে উচ্চশিক্ষার সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিষ্ঠানটি তাদের ৮৮ বিএএফএ (BAFA) কোর্সের জন্য অফিসার ক্যাডেট নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উত্তর পরীক্ষার বিজ্ঞান শাখা থেকে পদার্থ এবং সাধারণ গণিতে ন্যূনতম ’এ’ গ্রেডসহ জিপিএ-৪.৫০ হতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন।
যেসকল সুবিধা থাকছে:
১। বাংলাদেশ দূতাবাস বিদেশে অবস্থিত বাংলাদেশ তাবাসসমূহে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ।
২। অসস্থান ও রেশন নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ।
৩। যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, নিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিমান বাহিনী কলেজে (বাংলা ও ইংলিশ ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযোগ।
৪। বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য মাটিতে পরিবারে বিমান বা হেলিকপ্টার যোগে যাতায়াতের সুযোগ।
৫। ডিএসকে সুদমুক্ত গড়ি - প্লট প্রাপ্তির সুযোগ।
৬। চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপতালে পিতা, মাতা, শ্বর শাড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।
৭। শাখা পরিবর্তনের সুযোগ: উচ্চরনে অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অনুযাপন সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১,০০০/- টাকা
আবেদনের শেষ সময়; ৯ এপ্রিল ২০২৩
বিস্তারিত দেখুন...