সর্বনিম্ন ৫৫ হাজার বেতনে ২৫ লেকচারার নেবে গ্রিন ইউনিভার্সিটি
সম্প্রতি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়টি ছয়টি বিভাগ ও দুটি সেন্টারে মোট ২৮ জন শিক্ষক নিয়োগ দেবে। এর মধ্যে ২৫ জন প্রভাষক, ২ জন সহকারি অধ্যাপক ও ১ জন ল্যাব টেকনিশিয়ান পদের এই বিজ্ঞপ্তিতে আগ্রহীরা ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
যেসব বিভাগে নিয়োগ:
আইন বিভাগ, ইংরেজি বিভাগ, কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, সমাজবিজ্ঞান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ল্যাংগুয়েজ সেন্টার ও সিইটিএল। ইইই, সিএসই, ম্যাথ, ভাষা বিজ্ঞান, দর্শন, ইতিহাস/ইসলামের ইতিহাস, বাংলা বিষয়ে স্নাতকধারীরা সংশ্লিষ্ট পদগুলোতে আবেদন করতে পরেবেন।
বেতন:
বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন-ভাতা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় হিউম্যান রিসোর্স সূত্রে জানায়, সংশ্লিষ্ট পদগুলোর মধ্যে লেকচারার পদে সর্বনিম্ন ৫৫ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া সহকারী অধ্যাপকসহ অন্যান্য পদে বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বেতন প্রদান করা হবে।
সুযোগ-সুবিধা:
সাপ্তাহিক দু’দিন ছুটি, মেডিকেল ভাতা, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধা।
আরও পড়ুন: ব্র্যাক ইউনিভার্সিটিতে অফিসার পদে চাকরির সুযোগ
আবেদনের সময়সীমা:
আগ্রহী প্রার্থীরা ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবেদনের ঠিকানা: https://career.green.edu.bd/