১০ পদে জনবল নিচ্ছে ওশান টাইমস
২৩টি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ ১০ পদে জনবল নিচ্ছে ওশান টাইমস। সমুদ্র অর্থনীতি, পর্যটন, পরিবেশ, জলবায়ু ও উপকূলের সংবাদ তুলে ধরতে বাংলাদেশে প্রথম চালু হতে যাওয়া গণমাধ্যম ওশান টাইমস এর জন্য ১০ পদে সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদে নূন্যতম ২ বছর কাজের অভিজ্ঞতা, পূর্বে পরিবেশ বিষয়ক প্রতিবেদনের অভিজ্ঞতা আছে, ভিজ্যুয়াল দক্ষতা ও শুদ্ধ উচ্চারণে পারদর্শীদের অগ্রাধিকার দিবে প্রতিষ্ঠানটি। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে। সিভি পাঠানোর শেষ দিন ২৬ ডিসম্বের।
যেসকল পদে নিয়োগ দেওয়া হবে, স্টাফ রিপোর্টার ৪ জন, নিউজরুম এডিটর (ইংরেজি) ২ জন, নিউজরুম এডিটর (বাংলা) ৪ জন, ভিডিও এডিটর ২ জন, ক্যামেরাপার্সন ৩ জন (চট্টগ্রাম অফিসে ১ জন), আইটি ও সোস্যাল মিডিয়া এক্সপার্ট ২ জন, বিজ্ঞাপন ম্যানেজার ৩ জন (চট্টগ্রাম অফিসে ১ জন), ব্যুরো প্রধান ৪ জন, উপজেলা প্রতিনিধি ৩১টি সমুদ্র উপকূলীয় উপজেলা, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সমুদ্র, ফিশারিজ, প্রাণিবিদ্যা ও পরিবেশ বিভাগ চালু থাকা ২৩টি বিশ্ববিদ্যালয়।
ব্যুরোগুলো হলো: চট্টগ্রাম-কক্সবাজার কোস্ট ব্যুরো, ফেনী-চাঁদপুর কোস্ট ব্যুরো, বরিশাল কোস্ট ব্যুরো, খুলনা কোস্ট ব্যুরো উপজেলাগুলো হলো: সাতক্ষীরার শ্যামনগর; খুলনার কয়রা; বাগেরহাটের মোংলা; বরগুনা সদর ও পাথরঘাটা; পটুয়াখালীর রাঙ্গাবালি ও কলাপাড়া (কুয়াকাটা); ভোলার চরফ্যাশন, লালমোহন, মনপুরা ও তজুমদ্দিন; নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়া; ফেনীর সোনাগাজী; চট্টগ্রামের পোর্ট, ডাবলমুরিং, মিরসরাই, পাহাড়তলি, সন্দীপ, পতেঙ্গা, হালিশহর, সীতাকুণ্ড, আনোয়ারা ও বাঁশখালী এবং কক্সবাজার সদর, চকরিয়া, কুতুবদিয়া, উখিয়া, মহেশখালী, রামু ও টেকনাফ উপজেলা।
বিশ্ববিদ্যালয়গুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনির্ভার্সিটি, কুষ্টিয়া, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, কুুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেরিন ফিশারিজ একাডেমি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, বাংলাদেশ ইউনির্ভার্সিটি অব প্রফেশনালস, ঢাকা, বরিশাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনির্ভার্সিটি।
সিভি পাঠাতে হবে: মেইলে oceantimesbd@gmail.com অথবা করপোরেট অফিস: ওশান মিডিয়া লিমিটেড, ২৩/ডি/১, বক্স কালভার্ট, কাঁঠাল বাগান, পান্থপথ, ঢাকা-১২০৫ এই ঠিকানায়।