২১ ডিসেম্বর ২০২২, ০৯:৪৫

স্নাতক পাসে ঢাকায় কোরিয়ান দূতাবাসে চাকরি

স্নাতক পাসে ঢাকায় কোরিয়ান দূতাবাসে চাকরি  © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকাস্থ কোরিয়ান দূতাবাস। প্রতিষ্ঠানটি তাদের কনস্যুলার বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৪ জানুয়ারি। 

পদের নাম: কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট। 

পদের সংখ্যা: নির্ধারিত না। 

আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস করতে হবে। তবে ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। বাংলা থেকে ইংরেজি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদে পারদর্শী হতে হবে। কম্পিউটার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। 

কাজের দক্ষতা: পাবলিক রিলেশন সংক্রান্ত কাজে দক্ষ হতে হবে। অফিসের বিভিন্ন ডকুমেন্ট সংরক্ষণ, ব্যবস্থাপনা, সিকিউরিটি সংশ্লিষ্ট কাজে পারদর্শী হতে হবে। ওভারটাইম কাজে আগ্রহী হতে হবে। কোরিয়ান ভাষা, সংস্কৃতি সম্পর্কে জানাশোনা থাকলে বাড়তি যোগ্যতা দেয়া হবে।

আরও পড়ুন: এসএসসি পাসে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে চাকরি, বেতন সর্বোচ্চ ৬৯ হাজার

আবেদন যেভাবে: আগ্রহীদের লিংকে প্রবেশ করে ফরম ডাউনলোড করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: ফরম পূরণ করে কনস্যুলার, কোরিয়ান দূতাবাস, ৪ মাদানি অ্যাভিনিউ, বারিধারা, ঢাকা-১২২১- এই ঠিকানায় পাঠাতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।