৮০ হাজার বেতনে বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরির সুযোগ
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। প্রতিষ্ঠানটি তাদের প্রধান কার্যালয়ে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৯ জানুয়ারি।
পদের নাম: আইন উপদেষ্টা (সার্বক্ষণিক)।
পদের সংখ্যা: ১
আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: আইন বিষয়ে স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অথবা আপিল বিভাগসহ অন্যান্য আদালতে মোকদ্দমা পরিচালনার কাজে আইনজীবী হিসেবে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সুপ্রিম কোর্টে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে অর্থ ঋণ আদালত, দেওয়ানি ও ফৌজদারি মোকদ্দমা পরিচালনার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: বয়সসীমা সর্বোচ্চ ৬২ বছর।
কর্মস্থল: চূড়ান্ত নির্বাচিত হওয়ার হওয়ার পর চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। চুক্তির মেয়াদ দুই বছর।
আরও পড়ুন: ৭ জনকে চাকরি দেবে যবিপ্রবি, বেতন সর্বোচ্চ ৭৪ হাজার
বেতন ও সুযোগ সুবিধা: ৮০,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র পাঠাতে হবে উপমহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০- এই ঠিকানায়।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে...