১২ ডিসেম্বর ২০২২, ০৮:০৯

এইচএসসি পাসে বিস্ফোরক পরিদপ্তরে চাকরির সুযোগ, বেতন সর্বোচ্চ ২৬ হাজার

এইচএসসি পাসে বিস্ফোরক পরিদপ্তরে চাকরির সুযোগ  © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিস্ফোরক পরিদপ্তর। এই পরিদপ্তরে দুই ক্যাটাগরির পদে পাঁচজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৮ ডিসেম্বর। 

১। পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: গাইবান্ধা, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নওগাঁ, রংপুর, দিনাজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, বাগেরহাট, কুষ্টিয়া ও ঝালকাঠি। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ৩টি

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পাস

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ। 

বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা।

যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: গাইবান্ধা, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নওগাঁ, রংপুর, দিনাজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, বাগেরহাট, কুষ্টিয়া ও ঝালকাঠি। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: ডাচ-বাংলা ব্যাংকে ম্যানেজার পদে চাকরির সুযোগ

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

বয়সসীমা: (১ ডিসেম্বর ২০২২ হিসেবে) ১৮ থেকে ৩০ বছর (বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই এই লিংকে করুন। বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে