০২ ডিসেম্বর ২০২২, ১৯:৩৭

শুরুর পর মেট্রোরেলের নিয়োগ পরীক্ষা স্থগিত, ক্ষুব্ধ প্রার্থীরা

  © ফাইল ছবি

পরীক্ষা শুরু হওয়ার পর মেট্রোরেলের টিকিট মেশিন অপারেটর নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টায় রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই পরীক্ষা স্থগিত করা হয়। এ নিয়ে ক্ষুব্ধ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা

জানা যায়, টিকেট মেশিন অপারেটরের ৮০টি পদে ১ হাজার ৬২১ জন আবেদন করেন। তাদের আজ লিখিত ও বহুনির্বাচনী পরীক্ষার তারিখ নির্ধারণ ছিল। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, ওখানে একটু ব্যবস্থাপনার সংকট হয়েছে। একারণে আমরা পরীক্ষা পুরোপুরি স্থগিত করেছি স্বচ্ছতার স্বার্থে। একই ক্যাটাগরির আলাদা পরীক্ষা হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, সেখানে কোনও সমস্যা হয়নি। এ ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। 

অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু পরীক্ষা শুরু হয় সাড়ে ১০টায়। আর প্রশ্নপত্র ও খাতা দেওয়ার দুই মিনিটের মধ্যেই তা আবার নিয়ে যাওয়া হয়। হঠাৎ পরীক্ষা বন্ধের ঘোষণা নিয়োগে স্বচ্ছতা নিয়ে পরীক্ষার্থীদের মনে সন্দেহ দেখা দিয়েছে বলে জানান তারা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর জনবল নিয়োগের লক্ষ্যে ২০২২ সালের ৬ অক্টোবর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল), সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন), সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল রোলিং স্টক, সেকশন ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল রোলিং স্টক, সেমি স্কিল্ড মেইনটেইনার, টিকিট মেশিন অপারেটর ও কাস্টমার রিলেশন অ্যাসিস্টেন্ট পদে প্রায় ৯ হাজার ৫০০ পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়।