বিনামূল্যে হোটেল ও পর্যটন বিষয়ে প্রশিক্ষণ দেবে সেইপ, থাকছে চাকরির সুযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ১০:৪০ AM , আপডেট: ২৮ নভেম্বর ২০২২, ১০:৪০ AM
অর্থ মন্ত্রণালয়ের অধীনে সেইপের (Skills for Employment Investment Program) আওতায় পর্যটন ও আতিথেয়তা শিল্প দক্ষতা কাউন্সিল (Tourism & Hospitality Industry Skills Council) এর তত্ত্বাবধানে পর্যটন এবং আতিথেয়তা (Tourism & Hospitality ) সেক্টরে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের পর থাকছে চাকরির সুযোগ।
প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ও কোর্স সমূহ:
১। বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট
২। ইন্স্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এন্ড হসপিটালিটি হোসেন প্লাজা
৩। রিজেন্সী হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট
৪। ইউসেপ মিরপুর টেকনিক্যাল স্কুল
৫। ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট অফ কালিনারি আর্টস
৬। ব্র্যাক ইনস্টিটিউট অফ স্কিলস ডেভেলপমেন্ট আশকোনা
৭। ব্র্যাক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র
৮। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট
৯। ফুড ক্যাডেটস, লিপি'স ইউফোরিয়া
১০। দি একেএস খান সেন্টার ফর এক্সিলেন্স
১১। টনি খান ইনস্টিটিউট অফ স্কিলস ডেভেলপমেন্ট ফর কালিনারি এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
১২। টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট
১৩। মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
১৪। সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি
১৫। সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার
১৬। স্কলারস হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউট
প্রশিক্ষণার্থীদের জন্য যেসব সুযোগ-সুবিধা থাকছে:
* প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের সনদপত্র প্রদান এবং কর্মসংস্থানের সহায়তা করা হবে।
* প্রশিক্ষণে নূন্যতম ৮০% উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন ভাতা প্রদান করা হবে।
* দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের পারিবারিক আয়ের সনদপত্র জমা সাপেক্ষে বিশেষ বৃত্তির সুযোগ আছে। ভর্তি সংক্রান্ত সাধারণ তথ্যাবলী
প্রশিক্ষণের মেয়াদ: ৪ মাস / ৫০০ ঘন্টা (ইনস্টিটিউটে প্রশিক্ষণ ২ মাস ও ইন্ডাস্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ ২ মাস)
আবেদনের যোগ্যতা: নূন্যতম এস.এস.সি বা সমমান তবে ফ্রন্ট অফিস অপারেশন কোর্সের জন্য নূন্যতম এইচ. এস. সি এবং অপারেশনাল স্কিল্স ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে।
(নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে।)
বয়সসীমা: বয়স ন্যূনতম ১৬ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে প্রতিষ্ঠান সমূহের দেয়া নাম্বরে যোগাযোগ করুন।
প্রশিক্ষণ কার্যক্রম শুরু: ১ জানুয়ারী ২০২৩ ইং তারিখ থেকে শুরু হবে।
প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সপ্তাহে ৫ দিন ক্লাস (প্রতিদিন ৫ ঘন্টা) এবং ইন্ডাষ্ট্রিতে কর্মকালীন প্রশিক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী চলবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ই ডিসেম্বর ২০২২