১৬ নভেম্বর ২০২২, ১১:৫৩

শিগগিরই ৪০তম বিসিএসের শূন্য পদের তালিকা প্রকাশ, চলছে পিএসসির বিশ্লেষণ

সরকারি কর্ম কমিশন  © লোগো

শিগগিরই ৪০তম বিসিএসের শূন্য পদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছ পিএসসি। চলমান বিভিন্ন বিসিএসের নন–ক্যাডারে কতটি শূন্য পদ আছে, তা বিশ্লেষণ করার কাজ করছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি সংশ্লিষ্ট সূত্র হতে জানা যায়, এ মাসের (নভেম্বর) শুরুতে জনপ্রশাসন মন্ত্রণালয় কোন বিসিএসের নন–ক্যাডারদের জন্য কত পদ বরাদ্দ, তা নির্দিষ্ট করে পিএসসিতে চিঠি দেয়। সেখানে ৪০তম বিসিএসসহ ৪১, ৪৩ ও ৪৪তম বিসিএসের শূন্য পদের তালিকাও রয়েছে। এসব পদের মধ্যে সব পদে নন–ক্যাডারদের নিয়োগ দেওয়া যাবে কি না, তা বিশ্লেষণ করছে পিএসসি।

পিএসসির নন–ক্যাডার শাখার এক কর্মকর্তা জানান, পিএসসির অন্য কাজ রয়েছে। এর বাইরে বেশি সময় দিয়ে নন–ক্যাডারের পদ যাচাই–বাছাই করার কাজ আমরা করছি। শিগগিরই ৪০তম বিসিএসের শূন্য পদের তালিকা প্রকাশ করার চেষ্টা করছি। 

আরও পড়ুন: স্কুলে ভর্তির আবেদন শুরু, জেনে নিন নিয়ম।

অপরদিকে ছয় দফা দাবিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে টানা অবস্থান কর্মসূচির চতুর্থ দিনে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করছেন নন–ক্যাডার প্রার্থীরা।

ক্যাডার পদ নির্দিষ্ট করার পাশাপাশি নন–ক্যাডারের পদও নির্দিষ্ট করে দেয়ার সিদ্ধান্ত মেনে নেয় নি পিএসসি। ৪০তম বিসিএস থেকে নতুন পদ্ধতি নিয়োগ চালুর উদ্যোগ নেয়ায় আগে পদ্ধতিতেই নন–ক্যাডার নিয়োগের আন্দোলন শুরু করেন। তাদের দাবি বিধির দোহাই দেখিয়ে নতুন নিয়মে নন–ক্যাডার নিয়োগ তাদের সঙ্গে অন্যায়।