অষ্টম পাস করলেই ২১০ জন পাবেন সরকারি চাকরি
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) ২১০ জন ড্রাইভার নিয়োগের (পুনর্নিয়োগ) বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদন করতে থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স। সঙ্গে অষ্টম শ্রেণি পাসের শিক্ষাগত যোগ্যতা।
বিএডিসির সচিব মো. আশরাফুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়া হবে ১৫৪ জনকে। এছাড়া ট্রাক ড্রাইভার হিসেবে নিয়োগ দেওয়া হবে ৫৬ জনকে। মোট ২১০ জন অষ্টম শ্রেণি পাসের সনদপত্র দিয়ে অনলাইন্ আবেদন করতে পারবেন এই চাকরির জন্য।
আরও পড়ুন: এবার ব্যাংকে চাকরির আবেদনে বয়সসীমা শিথিল
চূড়ান্ত পরীক্ষায় পাশ করার পর নিয়োগ প্রাপ্তরা জাতীয় বেতন স্কেলের ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার ৩০০ টাকা স্কেলে বেতন পাবেন। অনলাইনে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে আবেদন এবং শেষ হবে ২৪ নভেম্বর। এছাড়া আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
আরও পড়ুন: এইচএসসি পাসে ধর্ম মন্ত্রণালয়ে চাকরি, আবেদন ফি ১০০-২০০
তবে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, শারীরিক প্রতিবন্ধীরা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি ধরা হয়েছে ৩০০ টাকা। আবেদন শুরু হওয়ার পর আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।