প্রজেক্ট ম্যানেজার নিচ্ছে বুয়েট, বেতন ৩০ হাজার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) একটি প্রকল্পের জন্য জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শীর্ষক প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহী যোগ্যপ্রার্থীদের ফেরত খামসহ বুয়েটে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
পদের নাম: প্রজেক্ট অফিস ম্যানেজার
পদসংখ্যা: ৩টি
আবেদনের যোগ্যতা: সকল পর্যায়ে কমপক্ষে ২য় শ্রেণি/বিভাগসহ কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর ডিগ্রি। অথবা সকল পর্যায়ে কমপক্ষে ২য় শ্রেণি/বিভাগসহ কোন অনুমোদিত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি.ইউআরপি/বি.আর্ক ডিগ্রিধারী হতে হবে। রিপোর্ট রাইটিং এ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে ।
বেতন: সর্বসাকুল্যে ৩০,০০০ টাকা
আরও পড়ুন: এইচএসসি পাসে কৃষি বিপণন অধিদপ্তরে চাকরির সুযোগ
আবেদন যেভাবে: প্রার্থীকে সাদা কাগজে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, জন্ম তারিখ, NID-এর কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, মোবাইল নম্বর ইত্যাদি উল্লেখপূর্বক সকল প্রকার সনদের সত্যায়িত কপি এবং নিজ ঠিকানা সম্বলিত ফেরত খামসহ পদের নাম উল্লেখপূর্বক আবেদনপত্র রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বরাবর পৌঁছাতে হবে।নিয়োগ পরীক্ষায়/সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোন কারণ ব্যতিরেকে এই নিয়োগ প্রক্রিয়া গ্রহণ/বাতিল/পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।