০২ নভেম্বর ২০২২, ২২:২০

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৭৯ জন

জনপ্রশাসন মন্ত্রণালয়  © ফাইল ছবি

যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৭৯ কর্মকর্তা। বুধবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি  প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়। 

থম প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন ১৬৫ জন কর্মকর্তা। পদোন্নতি দিয়ে তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। যোগদানের পর তাদের নতুন করে পদায়নের আদেশ জারি করা হবে। 

পদোন্নতি প্রাপ্তদের তালিকা দেখতে এখানে এবং এখানে ক্লিক করুন

অপর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অন্য ৪ কর্মকর্তা লিয়েনে থাকায় তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান সাপেক্ষে তাদের পদোন্নতি কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইমেইলের মাধ্যমে যোগদানপত্র দিতে বলা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উন্নীত পদে যোগদানের তারিখ থেকে বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্নিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।