০২ নভেম্বর ২০২২, ০৯:৩৮

১৯ নভেম্বর থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৌখিক পরীক্ষা

১৯ নভেম্বর থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৌখিক পরীক্ষা  © সংগৃহীত

১০ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হযেছে, ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি অর্থনীতি) ও বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিসংখ্যান) পদের মৌখিক পরীক্ষা। আর বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি প্রকৌশল), সহকারী কৃষি প্রকৌশলী, বৈজ্ঞানিক কর্মকর্তা (ফুড টেকনোলজি), সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) পদের পরীক্ষা হবে ২০ নভেম্বর।

আরও পড়ুন: এনজিওতে চাকরি, মাসে বেতন ১ লাখ

প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার ও অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা ২১ নভেম্বর এবং বৈজ্ঞানিক কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষা ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় গাজীপুরে অনুষ্ঠিত হবে সব পদের মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার সময় সব কাগজপত্রের মূলকপি, এক সেট সত্যায়িত কপি এবং প্রবেশপত্রের রঙিন কপি সঙ্গে আনতে হবে পরিক্ষার্থীদের। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখতে পারবেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে।