আরও ১০ হাজার নার্স নিয়োগে পদ সৃজনের অনুরোধ
দেশের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আরও ১০ হাজার নার্স নিয়োগ দেবে সরকার। এজন্য মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত ইন্সটিটিউট ও হাসপাতাল, আধুনিক সদর/জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যান্য বিশেষায়িত হাসপাতালে পদ সৃজনের জন্য অনুরোধ করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব আনোয়ারুল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে প্রয়োজনের তুলনায় নার্সের ঘাটতি থাকায় মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান ব্যাহত হচ্ছে। এ প্রেক্ষিতে দেশের বিদ্যমান সংখ্যক নার্সের মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদান সম্ভব না হওয়ায় জরুরিভিত্তিতে নার্স নিয়োগ করা প্রয়োজন। যেসকল হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে সিনিয়র স্টাফ নার্সের ঘাটতি রয়েছে, সেসকল হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতে ১০,০০০ (দশ হাজার) সিনিয়র স্টাফ নার্সের পদ সৃজনের লক্ষ্যে প্রশাসনিক অনুমোদনের জন্য নিম্নোক্ত ছক মোতাবেক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হতে প্রয়োজনীয় তথ্যাদি সম্বলিত প্রস্তাব প্রেরণ করা হয়েছে।’’
এতে আরও বলা হয়েছে, ‘‘উন্নত সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন হাসপাতাল/স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতে ১০ম গ্রেডভুক্ত ১০,০০০ (দশ হাজার) সিনিয়র স্টাফ নার্সের নতুন পদ সৃজন প্রস্তাবে সদ্য সম্মতি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’