২৫ জানুয়ারি ২০২১, ১৮:১৫
অমর একুশে গ্রন্থমেলা শুরু ১৮ মার্চ
করোনার প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলা ভার্চ্যুয়ালি করার জল্পনা-কল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত আগের নিয়মে সশরীরে করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৮ মার্চ শুরু হচ্ছে বাঙ্গালির প্রাণের এই মেলা।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বলেন, আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব।
কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল (পয়লা বৈশাখ) পর্যন্ত বইমেলার আয়োজন করা। তবে এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব।
তিনি আরও জানান, প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।