১০ জানুয়ারি ২০২১, ২০:২৫
১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে না
করোনা পরিস্থিতির কারণে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে না। মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি এ সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্বিক পরিস্থিতির কারণে ১ ফেব্রুয়ারি থেকে অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করা হচ্ছে না।
কবে নাগাদ উদ্বোধন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, কবে থেকে, সশরীরে বা কীভাবে গ্রন্থমেলা হবে, সেই সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি। সিদ্ধান্ত নেয়া হলে অফিসিয়ালি জানানো হবে।
ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিবছর বাংলা একাডেমি প্রাঙ্গন ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে এই মেলার আয়োজন করা হয়ে থাকে।