আগ্রহপত্র জমা দিলে পাওয়া যাবে বই মেলায় অংশগ্রহণের সুযোগ
গতবার অমর একুশে বইমেলায় স্টল পাওয়া প্রতিষ্ঠানগুলো যদি ২০২১ সালের বই মেলায় অংশ গ্রহণ করতে চায় তাহলে তাদেরকে প্রাথমিক আগ্রহপত্র জমা দিতে হবে।
প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ সেপ্টেম্বর মধ্যে www.ba21bookfair.com- এই ওয়েবসাইটে আগ্রহপত্র জমা দিতে বাংলা একাডিমর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রাথমিক আগ্রহপত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বইমেলার আয়তন, স্টলের বিন্যাস ও স্বাস্থ্যবিধির জন্য সার্বিক প্রস্তুতির কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনো পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কোনা প্রতিষ্ঠান বইমেলায় অংশগ্রহণের সুযেগা পাবে কিনা তা পরে জানানো হবে। এবার কোনো প্রতিষ্ঠান বর্ধিত আকারের স্টলের আবেদন করতে পারবে না, তবে চাইলে স্টলের আকার কমাতে পারবে।
অনিবার্যকারণে সরকারের বৃহত্তর স্বাস্থ্যনীতির স্বার্থে বইমেলা যেকোনো পর্যায়ে স্থগিত বা বাতিল হলে বাংলা একাডেমিকে দায়ী করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।