দেশের দ্বিতীয় বৃহত্তম বইমেলা শুরু হচ্ছে চট্টগ্রামে
চট্টগ্রাম নগরীর জিমনেশিয়াম মাঠে বঙ্গবন্ধুকে নিবেদিত করে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম অমর একুশে গ্রন্থমেলা। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত দ্বিতীয়বারে মতো সম্মিলিত এ বইমেলায় সহযোগিতা করছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনগুলো।
আজ শনিবার মেলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান বইমেলার প্রধান পৃষ্ঠপোষক ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেলায় ১ লাখ ২০ হাজার ৩০০ বর্গফুট আয়তনের মধ্যে ঢাকার ১১৮টি ও চট্টগ্রামের ৪০টি প্রকাশককে ২০৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
জানা গেছে, এবারের বইমেলায় প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা, রবীন্দ্র, নজরুল, বসন্ত উৎসব, আবৃত্তি, কবিতা-ছড়াপাঠ, বিতর্ক ও শিশু উৎসব, আন্তর্জাতিক লেখক সম্মিলন ও পাঠক সমাবেশ, পেশাজীবী ও সাংবাদিক সমাবেশ, সাহিত্য আড্ডা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। থাকবে চট্টগ্রামের আঞ্চলিক গান, লোক ও মরমি সঙ্গীত, নাটক মঞ্চায়ন, জাদু প্রদর্শন ইত্যাদি। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেওয়া হবে একুশে সম্মাননা স্মারক ও সাহিত্য পুরস্কার। থাকবে শ্রেষ্ঠ প্রকাশক ও লেখকদের জন্য সম্মাননা পুরস্কার।
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, রাজধানী ঢাকার পর চট্টগ্রাম দ্বিতীয় বৃহত্তম নগরই শুধু নয়, বাণিজ্যিক রাজধানীও। কিন্তু চট্টগ্রামের লেখক, প্রকাশক, পাঠক ও নাগরিক সমাজের দীর্ঘকালের আকাঙ্ক্ষা ছিল ভাষার মাসে বইমেলা আয়োজন। এর আগে দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে নানা পরিসরে বিভিন্ন স্থানে বইমেলা হয়ে আসলেও আমি দায়িত্ব নেওয়ার পর একটি সম্মিলিত বইমেলা করার উদ্যোগ নিই। এর ফলশ্রুতিতে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রথম সম্মিলিত বইমেলার আয়োজন হয়। যা আমাদের আশাবাদী করে ও দ্বিতীয় বৃহত্তর বইমেলা হিসেবে দেশজুড়ে প্রশংসিত হয়।
মেয়র বলেন, আমাদের ছেলেমেয়েরা বর্তমানে মাদকাসক্ত হয়ে পড়ছে। আকাশ সংস্কৃতি ও মোবাইলের নেতিবাচক দিকের প্রতি ঝুঁকে পড়েছে। সময় অর্থ স্বাস্থ্য সবই শেষ করছে এর পেছনে। এতে তারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বই-ই অন্যতম বন্ধু, যা তাদের মাদকের মরণ আসক্তি থেকে বের করে সৃজনশীল, সমৃদ্ধ আগামীর সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। বইমেলা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি শাহ আলম নিপু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, কাউন্সিলর নাজমুল হক ডিউক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া প্রমুখ।