‘অরণ্যে অন্বেষণ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচনে চবি উপাচার্য
তরুণ কবি ও সাহিত্যিক রহমাতুল্লাহ্ রাফির প্রথম কাব্যগ্রন্থ ‘অরণ্যে অন্বেষণ’ এর মোড়ক উন্মোচন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে চবির উপাচার্য কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, তরুণদের হাতেই এখনকার নেতৃত্ব। সৃজনশীলতা দিয়ে তোমরা বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করবে এটাই আশা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের ব্যবস্থাপনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
এবারের অমর একুশে বইমেলায় ‘আওয়ার ক্যানভাস’ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থটি। বইটি ‘দাঁড়িকমা’ প্রকাশনীর পরিবেশনায় বইমেলায় ৬৯৮ নং স্টল এবং চট্টগ্রাম বইমেলায় ৩৩-৩৪ নং স্টলে পাওয়া যাচ্ছে।
প্রেম, দ্রোহ আর মানবতার অনন্য সংমিশ্রণ থাকছে কাব্যটিতে। পাঠক এই বইয়ের মাধ্যমে খুঁজে পাবে নিজের না বলা কথাগুলোকে। ভবিষ্যৎ প্রজন্ম এই বই পড়লে দেখতে পারবে বর্তমান বাংলাদেশকে। বর্তমান প্রজন্মেন নিকট আত্মপরিচয় পরিস্ফুটিত হতেও সাহায্য করবে বইটি। পাঠক একই সাথে অনুভব করবে প্রেমের স্বাদ ও বিরহের যন্ত্রণা, জ্বলবে দ্রোহের আগুনে, সর্বোপরি উত্তপ্ত এই পৃথিবীতে একমুঠো সুখ খুঁজে ফিরবে ‘অরণ্যে অন্বেষণ’ এর মধ্য দিয়ে।