ডাকসুর উদ্যোগে বইমেলায় বঙ্গবন্ধু কর্নার
শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। এ কারণে ফেব্রুয়ারি মাসব্যাপী বইপ্রেমীদের আনাগোনায় মুখরিত থাকবে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান চত্ত্বর। ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ’ পালন উপলক্ষে এবার মেলাটি তার প্রতি উৎসর্গ করা হয়েছে। তাই এবারের বইমেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে বঙ্গবন্ধুকে বিশেষ মর্যাদা দিয়ে।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বইমেলার বাংলা একাডেমির নজরুল মঞ্চে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। সেখানে ৫২ থেকে মহান স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন ঘটনাপ্রবাহ, এছাড়াও বাঙালির মুক্তির সনদ ৬ দফা, পত্রিকার সংবাদ ও বঙ্গবন্ধুর দুর্লভ ছবি দিয়ে সজ্জিত করা হবে। এর পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বইসমূহের প্রদর্শনীও করা হবে। এই প্রদর্শনীতে প্রতি শুক্রবার-শনিবার ও বিশেষ দিনগুলাতে নানা আয়োজন থাকবে।
ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করতে যাচ্ছে ডাকসু। তার জন্মশতবর্ষের প্রাক্কালে অমর একুশে বইমেলায় ডাকসুর পক্ষ থেকে বাংলা একাডেমি প্রাঙ্গনের নজরুল মঞ্চে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। রক্তের দামে কেনা এই বাংলার ইতিহাস ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মে!