০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৮

ছাত্র জীবনের সেই স্বাধীনতা এখন আর নেই: প্রধানমন্ত্রী

  © সংগৃহীত

ছাত্র জীবনে অমর একুশে গ্রন্থমেলায় নিয়মিত আসতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে সরকার প্রধান হওয়াতে সেটি আর হয়ে উঠতে পারেনা। তাই তিনি বললেন, ছাত্র জীবনের সেই স্বাধীনতা এখন আর নেই।

আজ রবিবার বেলা চারটায় বাংলা একাডেমি চত্বরে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় একইসঙ্গে তিনি মাসব্যাপী গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ছাত্র জীবনের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তখন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এখানে কাটতাম। এখন আগের সেই স্বাধীনতা আর নেই। এই একটা দুঃখ এখনও থেকে যাচ্ছে। তাই এখনও এই মেলায় আসতে ভালো লাগে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক ড. আনিসুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।