০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৫
একুশে গ্রন্থমেলার আনুষ্ঠানিকতা শুরু
চলতি বছরের অমর একুশে গ্রন্থমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ রবিবার বেলা তিনটার দিকে বাংলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন—সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল। স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
প্রসঙ্গত, প্রতি বছর ভাষার মাসের প্রথম দিন থেকে মেলা শুরু হয় তবে এবার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন শেষের অপেক্ষায় থমকে ছিলো একুশে গ্রন্থমেলা। গতকাল শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচন অনুষ্ঠিত হয়।