পর্দা নামলো অমর একুশে গ্রন্থমেলার
বাঙ্গালীর প্রাণের মেলা অমর একুশে বইমেলা। মাসের শেষ দিকে বৈরি আবহাওয়ার কারণে লেখক এবং প্রকাশকদের দাবির প্রেক্ষিতে মেলার সময় বাড়ানো হয় আরও দুদিন। কিন্তু শনিবার শেষ হয় এ দুদিনও। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে শেষ হলো বইপ্রেমী, প্রকাশক ও লেখকদের মেলার শেষ দিনের কিছু প্রাপ্তি, আনন্দ আর হৃদয় ভাঙ্গা সুর। এই মেলা জমার আশায় অপেক্ষার প্রহর গুনবে আগামী বছর পর্যন্ত।
মেলার শেষ দিন শনিবার সকালে ছিল শিশু প্রহর। বেলা ১১টার পর গ্রন্থমেলার দ্বার খুলার পরপরই অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে আসতে থাকেন গ্রন্থ মেলায়। যদিও অন্যান্য দিনের তুলনায় শেষ দিনে খুব একটা ভিড় দেখা যায়নি। শিশুপ্রহর হলেও সিসিমপুরের আয়োজন ছিল না। শিশুচত্বরের মঞ্চে শিশুরা খেলছে। সিসিমপুরের কর্মকর্তারা জানান, আজকে তাদের কোন আয়োজন ছিল না। আগামী বছর থেকে আবারও সবকিছু শুরু হবে। এদিকে, সন্ধ্যাবেলার দিকে মেলায় ভিড় বাড়তে থাকলেও অন্যদিনের তুলনায় ছিল অনেক কম। মেলা শেষ হয় রাত ৯টায়।
মেলার শেষের দিনের শুরুতেই বইয়ের স্টলগুলোতে তেমন ভিড় ছিল না। বিক্রেতারা বলছেন, গতকাল (শুক্রবার) মোটামুটি বিক্রি হয়েছে। কিন্তু শনিবার সকাল থেকে লোকজন কম আসছে। এদিকে মেলার শেষ দিনে বাজছে ভাঙ্গণের সুর। কিছু কিছু স্টল তাদের বইগুলো গুছিয়ে ফেলছে। আবার অনেকে বই নিয়ে যাচ্ছেন।
মেলার শেষ দিনের অনুভূতি ব্যক্ত করতে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর হোসাইন বলেন, মেলার দিনগুলিতে একটা ভালোলাগা কাজ করতো। কাল (রবিবার) থেকে সেখানে একটা শূন্যতা তৈরী হবে। বিশেষ করে বিকেল বেলাটা মেলার জন্য বরাদ্দ ছিল। এখানে আসলে নিজেকে অনেক পরিপূর্ণ মনে হতো। ঢাবির রোকেয়া হলের শিক্ষার্থী মোনিরা আক্তার বলেন, মেলার শেষ দিন হিসেবে আসলে একটু খারাপ লাগা কাজ করছে। আমার মনে হয় মেলা কর্তৃপক্ষ চাইলে মেলাকে আরো কয়েকদিন বৃদ্ধি করতে পারে।
বইমেলার মোট নতুন বই: এবারের মেলায় সর্বমোট নতুন বইয়ের সংখ্যা ৪ হাজার ৮৩৪টি। এরমধ্যে— গল্প ৭৫৭টি, উপন্যাস ৬৯৮টি, প্রবন্ধ ২৭২টি, কবিতা ১৬০৮টি, গবেষণা ৮০টি, ছড়া ১৪৮টি, শিশুতোষ ১৫০টি, জীবনী ১৬৭টি, রচনাবলী ১৫টি, মুক্তিযুদ্ধ ১১০টি, নাটক ৪৩টি, বিজ্ঞান ৭৭টি, ভ্রমণ ৮৫টি, ইতিহাস ৭৭টি, রাজনীতি ৩৩, রম্য/ধাঁধা ৩৭টি, কম্পিউটার ৫টি, রম্য/ধাঁধা ২৮টি, ধর্মীয় ২৫টি, অনুবাদ ৩৮টি, অভিধান ৬টি, সায়েন্স ফিকশন ৪৫ এবং অন্যান্য ৩৩০টি। মেলার শেষ দিন শনিবার নতুন বই এসেছে ৬৩টি।