সাবেক শিক্ষামন্ত্রীর ‘শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অর্জন’ বইয়ের মোড়ক উন্মোচন
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রচিত চারুলিপি প্রকাশন প্রকাশিত ‘এক দশকে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অর্জন’ বইয়ের মোড়ক উন্মোচন হয়। আজ বিকেল সাড়ে টায় বাংলা একাডেমির শহীদ সালাম চত্বরে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় লেখক নুরুল ইসলাম নাহিদ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, প্রো-উপাচার্য ড. মশিউর রহমান, আরবি ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আহসানউল্লাহ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, নায়েম, মাউশি, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক সুধী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
বক্তারা লেখককে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশে এক দশকে শিক্ষা ক্ষেত্রে যে যুগান্তকারী পরিবর্তন ঘটেছে, এ গ্রন্থ তার দলিল। গ্রন্থটি সাধারণ পাঠক, স্কুল-কলেজে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও, শিক্ষানুরাগী ও বাংলাদেশের উন্নয়ন গবেষকদের জন্য একান্ত জরুরি বলে বিবেচিত হবে।’
১৯২ পৃষ্ঠার এ গ্রন্থে ৬টি অধ্যায় ও ১১টি পরিশিষ্ট রয়েছে। এর মূল্য ৪০০ টাকা। গ্রন্থটি চারুলিপি স্টলে পাওয়া যাবে।