বইমেলায় মাহ্জুবা দীপা’র ‘জলের আয়নায় কার ছায়া’
বইমেলায় এবার ‘সাহিত্যেদেশ’ প্রকাশনী থেকে বের হয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী কবি মাহ্জুবা দীপার কাব্যগ্রন্থ ‘জলের আয়নায় কার ছায়া’। বইটিতে কবির প্রতিটি কবিতাতেই মা, মাটি এবং প্রেম জড়িত।
জলই জীবনের প্রতিবিম্ব। আর আয়না মন। এই আয়নায় কত মুখ ভাসে।কেউ কাছের, কেউ দূরের। কেউ চেনা কেউ অচেনা। হুট করে দীঘিজলে ভেসে ওঠা ‘ছায়া’ সূর্যের আলোয় টলমল করে। এপার থেকে হাসলে ‘ছায়া’ টাও ওপারে হাসে, কথা বলে। দীঘির জলে কথা বলতে থাকা সেই ছায়া চাইলেই আঁজলা ভর্তি করে ঘরে তুলে আনা যায় না! নিভৃতে টুপ করে কোনো শুকনো পাতা দীঘির জলে পড়তেই ছায়াটা মৃদু তরঙ্গে ভেসে যায়, কখনো বা হারিয়েও যায়।
‘যদিও বা সে ছায়া ভেসে উঠে তা ছুঁয়ে দেয়া হয় না। সে ছায়া পাওয়া না পাওয়ার দ্বন্দে তখন আমরা ঘোরের মধ্যে থাকি। ঘোরের মধ্যে ভাবতে থাকি ‘জলের আয়নায় কার ছায়া’! এভাবেই সৃষ্টি হয়েছে কবির প্রতিটি কাব্য। বইটি সাহিত্যেদেশ প্রকাশনীর ৫৩৪ নং স্টলে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, কবি মাহ্জুবা দীপার জন্ম ১৯৯০ সালে ঢাকা জেলার কেরানীগঞ্জ এ। জন্ম ও বেড়ে উঠা দুটোই গ্রামে। সাহিত্যের প্রতি অনুরাগের কারণে পড়াশুনায় বেছে নেন সাহিত্যকেই। ছিলেন লালমাটিয়া মহিলা কলেজের ইংরেজি সাহিত্য বিভাগের ছাত্রী। শিক্ষা জীবনের মাঝামাঝিতে পাড়ি জমান সুদূর অস্ট্রেলিয়ায়। কর্মরত আছেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে। কর্মজীবনের পাশাপাশি অবসর সময় কাটে ছবি এঁকে। লিখালিখি করে। সংসার জীবন কর্মজীবনের পাশাপাশি যে বিষয়টি তাড়িয়ে বেড়ায় সেটি হলো আত্মিক জীবন। সেই আত্মিক তাড়না থেকে মুক্তির জন্যই কবিতা লিখার চর্চা বলে জানান কবি মাহ্জুবা দিপা।