০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

জাবি শিক্ষার্থী জুলফিকারের ‘বিরহের তসবি’র মোড়ক উন্মোচন

‘বিরহের তসবি’র কভার ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র জুলফিকার রবিনের প্রথম কাব্যগ্রন্থ ‘বিরহের তসবি’র মোড়ক উন্মোচন হয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। বৃহস্পতিবার বিকাল ৫টায় সোহরাওয়ার্দী উদ্যানে বইয়ের মোড়ক উন্মোচন কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করেন কবির বাবা হারুনর রশীদ মাস্টার।

মোড়ক উন্মোচনে কবি জুলফিকার রবিন বলেন, ‘যখন নতুন লেখকের বই প্রকাশিত হয় তখন বাজারে এর গ্রহণযোগ্যতা নিয়ে ভাবাটা স্বাভাবিক। কিন্তু তুমুল পাঠকপ্রিয়তার কথা মাথায় রেখে আসলে আমি এই কাব্য লিখিনি। কেননা ন্যূনতম সাহিত্যমান বজায় রেখে কোন রচনাকে গণমানুষের কাছে পৌঁছাতে হলে ভাষার যে উৎকর্ষতা দরকার, সেটি কোন সহজ ব্যাপার নয়। কবিতার ক্ষেত্রে এটি বিশেষভাবে বলা যায়। আবার এমনও রচনা আছে যা সাহিত্যমানের দিক থেকে দুর্বল হলেও ব্যাপক সমাদৃত হতে পারে। সুতরাং বিরহের তসবি যদি পাঠকপ্রিয়তা লাভ করে সেক্ষেত্রে তা আমার জন্য সুখকর হবে বৈকি। এই কাব্যের ভাষা, ভাব এবং অন্তর্গত দর্শনের নানাদিক নিয়ে চাইলে আমি বিস্তারিত বলতে পারি। কিন্তু সেক্ষেত্রে এটি পাঠকের মাথায় এক ধরণের পূর্বানুমান স্থির করবে। তাই আমি চাই পাঠক আগে বিরহের তসবি পাঠ করুক এবং তাদের চোখেই আমার কবিতাকে দেখি।’

কবি নুরুল হক বইটি সম্বন্ধে বলেন,‘সময়ে যে জ্বালায় প্রদীপ সকলের হাতে, তাই নিয়ে ঘুণ্টি বাজিয়ে চলে প্রতিটি জীবন প্রতি মানুষের সাথে। মুখ চাওয়াচাওয়ি করে জীবনের সাথে সকল মানুষ। সেই চাওয়া থেকে যদি ধরা পড়ে কোনো রূপ, তাই তো সম্বল সকলের। আর কী চাওয়ার আছে একজন কবির, আমি তো জানি না। আমাদের নতুন কবি জুলফিকার রবিন সেদিকেই পা ফেলতে চান এবং   তিনি যে আরো এগিয়ে যাবেন- এমন ভরসাই অঙ্কুরিত হলো ‘বিরহের তসবি’ পাঠ করে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখকের সাথে অন্যরা

 

বইটি চন্দন চৌধুরী’র বেহুলা বাংলা প্রকাশনী থেকে প্রকাশিত হয়। বইটি মেলার ১২৩-১২৩ নম্বর (সোহরাওয়ার্দী উদ্যান) স্টলে পাওয়া যাবে।