বইমেলায় উচ্ছ্বাসিত শিশুদের ঢল
চলছে অষ্টমদিনের মত একুশে গ্রন্থমেলা। বইমেলায় আজ দ্বিতীয় শুক্রবার ছিলো শিশুপ্রহর। ফলে সকাল থেকেই বইমেলায় নামে শিশুদের ঢল। অভিভাবকেরা এসেছেন তাঁদের সন্তানদের সাথে নিয়ে। শিশুরাই মেলা ঘুরে বই পছন্দ করেছে এবং কিনেছে। অনেক শিশু মেলা প্রাঙ্গণে মজা করে খেলাধুলা করেছে।
এছাড়া শুক্রবার সন্ধ্যায় অন্যদের মত শিশু, কিশোর, তরুণ-তরুণীরাও ভিড় জমিয়েছে বইমেলায়। মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বই দেখছেন, কিনছেন, নিচ্ছেন নতুন বইয়ের ঘ্রাণ। তবে তরুণ, শিশু, কিশোরদের বইমেলায় সবচেয়ে বেশি আগ্রহ বৈজ্ঞানিক কল্পকাহিনীর বা সায়েন্স ফিকশন বইয়ের প্রতি। অন্য সব স্টলেই বই প্রেমীদের ভিড় থাকলেও যেসব স্থলে বৈজ্ঞানিক কল্পকাহিনীর বা সায়েন্স ফিকশন বই পাওয়া যাচ্ছে সেখানে শিশু-কিশোর, তরুণ আর অভিভাবকদের ভিড় বেশি দেখা গিয়েছে।
একটি জনপ্রিয় প্রকাশনীর স্টলে দায়িত্বরত বিক্রয় কর্মকর্তা বলেন, এবারের বইমেলায় প্রথম থেকে বই প্রেমী, ক্রেতা, দর্শনার্থীদের ভিড় থাকলেও আজ দিনভর ছিল ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক ভিড়। বেচা বিক্রিও বেশ, সব মিলিয়ে জমে উঠছে প্রাণের বইমেলা।
এদিকে গতকাল (বৃহস্পতিবার) বাংলা একাডেমি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা শুরুর প্রথম ৬ দিনে শুধু বাংলা একাডেমির ২৫ লাখ ৩১ হাজার টাকার বই বিক্রি হয়েছে।