৬ দিনে বিক্রি ২৫ লাখ টাকা
এবারের অমর একুশের গ্রন্থমেলা শুরুর প্রথম ছয় দিনে ২৫ লাখ ৩১ হাজার ১৭ টাকার বই বিক্রি হয়েছে, যা গতবারের চেয়ে ৭ লাখ টাকা বেশি। আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির প্রশাসনিক ভবনের মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন একাডেমির জনসংযোগ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি।
কুমার ব্যানার্জি বলেন, বাংলা একাডেমির নিজস্ব বইয়ের পাশাপাশি ও সৃজনশীল প্রকাশকদের বই বিক্রির পরিমাণ ২৫ লাখ ছাড়িয়েছে, যা গতবারের তুলনায় ৭ লাখ ১৬ হাজার ১৫৬ টাকা বেশি।
গত বছর মেলার প্রথম ছয় দিনে বিক্রি হয় ১৮ লাখ ১৪ হাজার ৮৬১ টাকার বই। আর মাস শেষে সব মিলিয়ে ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে, যা ছিল ২০১৭ সালের চেয়ে ৫ কোটি টাকার বেশি।
গত কয়েক বছরের বই বিক্রির এই চিত্র তুলনা করলে দেখা যায়, প্রতি বছরই বিক্রি বাড়ছে আগের বছরের চেয়ে। বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, এরই মধ্যে মেলায় প্রকাশ পেয়েছে ৬৭১টি বই।
এবারের মেলায় ছয় দিনে গল্পের বই এসেছে ১০৭টি, উপন্যাস ১২২টি, প্রবন্ধ ৪৫টি, কবিতা ১৬১টি, গবেষণা ১২টি, ছড়া ২৩টি, শিশুতোষ বই এসেছে ১৬টি।
এছাড়াও প্রকাশ পেয়েছে ১৯টি জীবনীগ্রন্থ, ৪টি রচনাবলী, ২৭টি মুক্তিযুদ্ধ বিষয়ক, ৮টি নাটকের, ১৩টি বিজ্ঞানের, ১৫টি ভ্রমণের, ১৩টি ইতিহাসের, ৫টি রাজনীতি নিয়ে, ৫টি স্বাস্থ্য বিষয়ক, ৬টি রম্য ও ধাঁধাঁ বিষয়ক, ১টি ধর্মীয় বই, ৩টি অনুবাদগ্রন্থ, ১১টি সায়েন্স ফিকশন এবং ৫৫টি অন্যান্য বই।
এসময় বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, গ্রন্থমেলা আয়োজনের মূল উদ্দেশ্য হল ভালো বই। একটি ভালো বই প্রকাশের জন্য দরকার ভালো লেখক, ভালো প্রকাশক। আমরা এ সম্পর্কে কোনো আপস করব না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ।