০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৭

রোহিঙ্গা নিয়ে ‘আলো আসুক ফিরে’ উপন্যাসের মোড়ক উন্মোচন

রোহিঙ্গাদের জীবন সংগ্রাম ভিত্তিক উপন্যাস ‘আলো আসুক ফিরে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী শফিউল কায়েস রচিত রোহিঙ্গাদের জীবন সংগ্রাম ভিত্তিক উপন্যাস ‘আলো আসুক ফিরে’র মোড়ক উন্মোচন করা হয়েছে। তিনি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ইএসডি) দ্বিতীয় বর্ষের ছাত্র। লেখালেখি প্রকাশনী কর্তৃক প্রকাশিত এ উপন্যাসটি অমর একুশে গ্রন্থমেলা-২০১৯’র ৪শ ৩৮ নং স্টলে পাওয়া যাবে।

বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ইএসডি) বিভাগের সভাপতি মো. মুহাইমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডি বিভাগের প্রভাষক মো. রাজিব হোসেন, বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক মো. নাসিরুল ইসলাম এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

প্রধান অতিথি (ইএসডি) বিভাগের সভাপতি মো. মোহাইমিনুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষার্থীর এই প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। আমরা সবসময়ই চাই শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিসে যুক্ত হোক। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে এ ধরনের কাজে শিক্ষার্থীদের আরো অধিক উৎসাহ এবং সহযোগিতা প্রদান করতে।’ তিনি বলেন, শফিউল কায়েস তার ‘আলো আসুক ফিরে’ উপন্যাসে যে আলো ফেরার কথা বলেছেন সেই আলো ফিরে আসবে আমাদের সমাজে, রাষ্ট্রে তথা সমগ্র বিশ্বে।

ইএসডি বিভাগের প্রভাষক মো. রাজিব হোসেন বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত আমার শিক্ষার্থীর উপন্যাস প্রকাশিত হওয়ায়,আশা করছি সে একজন সফল ঔপন্যাসিক হবেন’।

এ উপন্যাসটি রোহিঙ্গাদের জীবন সংগ্রামকে উপজীব্য করে লেখা এ উপন্যাসে কিভাবে একটি জাতি স্বল্প সময়ের মধ্যে মাতৃভূমি হারা হয়ে একটি উদ্বাস্তু জাতিতে পরিণত হয়, কিভাবে জীবন সংগ্রাম তাদেরকে কখনো অনৈতিক কাজ করতেও বাধ্য করছে তা ফুটিয়ে তোলা হয়েছে উপন্যাসে।