০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৩

বইমেলায় কিশোর উপন্যাস ‘বক্সার দ্য গ্রেট মোহাম্মদ আলী’

বই মেলায় কিশোরদের জন্য নতুন বই

অমর একুশে গ্রন্থমেলায় বক্সার মোহাম্মদ আলীর বর্ণাঢ্য জীবনের ওপর ভিত্তি করে জব্বার আল নাঈমের কিশোর উপন্যাস ‘বক্সার দ্য গ্রেট মোহাম্মদ আলী’ প্রকাশিত হয়েছে।

উপন্যাসটি প্রকাশ করেছে অন্বেষা পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন শাকীর এহসানউল্লাহ। দাম রাখা হয়েছে দু’শ টাকা। গ্রন্থমেলায় অন্বেষার ১৮ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি।