০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১

বইমেলায় ড. শেখ মেহেদী হাসানের ‘‘সত্যাপি আমার স্বর”

“সত্যাপি আমার স্বর”   © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. শেখ মেহেদী হাসানের দ্বিতীয় কাব্যগ্রন্থ “সত্যাপি আমার স্বর” প্রকাশিত হয়েছে । বইটি প্রকাশ করেছে চমনপ্রকাশ। সমাজ, সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনা এবং প্রেম-বিরহ ও বিপ্লবের প্রকাশ গ্রন্থটির অনন্য বৈশিষ্ট্য । এর আগে তাঁর প্রথম কাব্যগ্রন্থ "কালের কঙ্কাল" পাঠক সমাজে বেশ সাড়া ফেলেছিল। অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এ 'চমনপ্রকাশ' এর ৫০১ নং স্টলে কাব্য গ্রন্থটি পাওয়া যাচ্ছে।

প্রকৃত কবি কখনোই বাজার পরিস্থিতি চিন্তা করে কবিতা লিখেন না। এমনকি সমকালে তাকে নিয়ে হৈ চৈ পড়ে যাবে এটা ভেবেও লিখেন না। তবে সব প্রকৃত কবিই মহাকালে নিজের নামটাকে লিখে রাখতে চান। তিনি মারা গেলেও তার কবিতা যেন তাকে বাঁচিয়ে রাখে মহাকালে, অনন্তকাল ধরে।

কাব্যগ্রন্থটি সম্পর্কে জানতে চাইলে ড. শেখ মেহেদী হাসান বলেন যে,” ’কবিতা কেবলই প্রিয়ার প্রতি প্রেম নিবেদন বা তার বন্দনাই নয়-প্রকৃতি, জীবন বা পৃথিবীর রহস্য উন্মোচনের ধ্যানই নয় বরং বিপ্লবের এক শক্তিশালী মাধ্যম এবং কার্যকর সাংস্কৃতিক যুদ্ধ । ‘

মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ সাহরিয়ার বলেন, ’কবিতা আগে নিয়মিত পড়া হতো না, এখন নিয়মিতই পড়া হয় । আর স্যারের লেখা কবিতাগুলো আমার অসম্ভব ভালো লাগে ।’

এই গ্রন্থটির মাধ্যমে ড. শেখ মেহেদী হাসান পৃথিবীর সকল শব্দ সৈনিকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছেন।