প্রথম শিশুপ্রহর জমজমাট
আজ ২ ফেব্রুয়ারি শনিবার বইমেলার প্রথম শিশুপ্রহর। প্রতি বছরের মত এবারও সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিনগুলোতে শুধুমাত্র শিশুদের জন্য আয়োজন করা হয় শিশু প্রহর। সেখানে লেখক পাঠক সকলেই যেন শিশু।
শিশুদের বিনোদন দিতে মেলায় উপস্থিত হয়েছিল সিসিমপুরের হালুম আর টুকটুকিও। তারা নানা রকম অঙ্গ ভঙ্গি, নাচ- গান আর মজা করে আনন্দে মুখর করে তোলে শিশুদের।সিসিমপুরে হালুম, টুকটুকি আর ইকরিকে নিয়ে মাতামাতি ছিল বইমেলার প্রথম শিশু প্রহরে।
শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই আয়োজন। অভিভাবকরাও ছোট বেলা থেকেই শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সন্তানদের নিয়ে এসেছেন মেলায়।
শিশু-কিশোরদের বইমেলায় আসতে এবং বই কিনতে উৎসাহিত করতে প্রতি বছর বইমেলায় শিশু-প্রহর ঘোষণা করা হয়। অভিভাববদের সঙ্গে নিয়ে তারা স্বাচ্ছন্দ্যে এই স্টল থেকে সেই স্টল ঘুরে ঘুরে তাদের পছন্দসই বই কিনে ঘরে ফেরে। বাড়তি পাওনা হিসেবে থাকবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ।
মেলায় শিশু পাঠকের পাশাপাশি ছিল শিশু লেখকও। ছুটির দিনগুলোতে বই মেলায় শিশুদের জন্য আলাদা এই আয়োজনকে ইতিবাচক হিসেবেই দেখছেন অভিভাবকরা।