বইমেলায় পাওয়া যাচ্ছে রেজাউলের উপন্যাস ‘গণরুমের প্রেমবিলাস’
অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক রেজাউল ইসলামের প্রথম উপন্যাস ‘গণরুমের প্রেমবিলাস’। বইটির প্রচ্ছদ করেছেন দেশবরেণ্য কার্টুনিস্ট খলিল রহমান। বইটি প্রকাশ করেছে রূপসি বাংলা প্রকাশন। বইটি রকমারি ডটকমসহ রূপসি বাংলা প্রকাশনীর ৭৬৪-৭৬৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
কথাসাহিত্যিক রেজাউল ইসলাম অর্ধযুগ ধরে দেশের মূলধারার জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত গবেষণাধর্মী কলাম লিখে আসছেন। তিনি দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার ত্রুটিবিচ্যুতিসহ সমাজ, ধর্ম ও রাজনীতি নিয়ে লেখালেখি করে থাকেন।
'গণরুমের প্রেমবিলাস' উপন্যাসে লেখক দেশের সমসাময়িক লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির অন্ধকার দিক নিখুঁতভাবে ফুটিয়ে তোলার প্রয়াস পেয়েছেন। 'গণরুমের প্রেমবিলাস' উপন্যাসটি দেশের রক্তাক্ত শিক্ষাঙ্গনগুলোকে কলুষিত ছাত্ররাজনীতির ভয়াল থাবা থেকে মুক্ত করার চলমান আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করবে বলেই লেখক দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
বইটি সম্পর্কে লিখলো রেজাউল ইসলাম বলেন, 'গণরুমের প্রেমবিলাস' আমার প্রথম প্রকাশিত গ্রন্থ। বইটি লেখার পিছনে একটা জোর তাড়না কাজ করছিল বিগত কয়েক বছর ধরেই। এই তাড়নাটা ছিলই মূলত দেশ ও দশের বৃহত্তর স্বার্থে। কারণ এখানে আমি তুলে ধরতে চেয়েছিলাম আমাদের দেশের শিক্ষাঙ্গনগুলোতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির অন্ধকার দিক। অবশেষে আমি আমার সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যায় এবং বইটি এবছর অমর একুশে গ্রন্থমেলায় এসেছে।
তিনি আরো বলেন, ছোট্ট এই উপন্যাসটি একটি ঝকঝকে সময়ের দর্পণ যেখানে পাঠক ফ্যাসিবাদের সময়কার ছাত্ররাজনীতির কলুষিত অবয়ব দেখতে পাবেন নিবিড়ভাবে। কীভাবে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি উইপোকার মতো নীরবে নিভৃতে কুরে কুরে খাচ্ছে জাতির মজ্জা তার বিশদ বর্ণনা আছে এই উপন্যাসের পরতে পরতে। একটি অযোগ্য, অভব্য, অদূরদর্শী ও চরম ক্ষমতালিপ্সু শাসনব্যবস্থা কীভাবে একটি জাতির স্বপ্নের বাতিঘরকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে তার জীবন্ত বিবরণ ফুটে উঠেছে এই গল্পের ভাঁজে ভাঁজে। আমি দৃঢ়ভাবে আশাকরি এই বইটি বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ পাঠক সমাজে ব্যাপকভাবে সমাদৃত হবে।