১৬ ডিসেম্বর ২০২১, ২৩:৩৯

সুবর্ণজয়ন্তীতে প্রকাশিত হলো ‘সুবর্ণ কথা’

লেখক ও বইয়ের প্রচ্ছদ  © টিডিসি ফটো

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী আশিকুর রহমানের সম্পাদনায় ও প্রকাশনা সংস্থা নৃ-কথা কর্তৃক প্রকাশিত হলো ‘সুবর্ণ কথা’। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে এটি প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক মো. রাশেদুর রহমান।

বইটিতে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী সম্পর্কিত ১৬ জন লেখকের বিভিন্ন লেখা স্থান পেয়েছে। লেখকদের মধ্যে রয়েছেন- কথাসাহিত্যিক সেলিনা হোসেন, ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বইটির সম্পাদক আশিকুর রহমান জানান, বাংলাদেশের বিজয়ের পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষে একটা বিশেষ প্রকাশনা প্রকাশের উদ্যোগের অংশ হিসেবেই ‘সুবর্ণ কথা’র আয়োজন। বিজয়ের অর্ধশত বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে বইটি প্রকাশ করতে পেরে আমরা বিশেষভাবে আনন্দিত।