প্রকাশিত হচ্ছে অধ্যাপক আবুল বারকাতের নতুন গবেষণা গ্রন্থ
আগামী বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত হতে যাচ্ছে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত রচিত গ্রন্থ ‘বড় পর্দায় সমাজ-অর্থনীতি-রাষ্ট্র: ভাইরাসের মহাবিপর্যয় থেকে শোভন বাংলাদেশের সন্ধানে’ গবেষণা গ্রন্থটি। আজ সোমবার (২৩ নভেম্বর) সমিতি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রন্থটির যৌথ প্রকাশক বাংলাদেশ অর্থনীতি সমিতি ও মুক্তবুদ্ধি প্রকাশনা। গ্রন্থটি বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং মুক্তবুদ্ধি প্রকাশনার অফিসসহ বাংলাদেশের সব জেলা ও বিভিন্ন উপজেলার পুস্তক বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।
৭৩৬ পৃষ্ঠার এ গ্রন্থটির মূল্য ১ হাজার ৫০০ টাকা, ৬০ ডলার, ৫০ ইউরো, ৪০ পাউন্ড। ব্যক্তি/প্রতিষ্ঠান ১টি বই কিনলে ১০%, ২টি বই কিনলে ১৫%, ৩-৪টি বই কিনলে ২৫% এবং ৫ বা অধিক বই কিনলে ৪০% কমিশন পাবেন। এ সুবিধা ২০ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।
সাম্প্রতিক মহামারী করোনাকালীন বৈশ্বিক ও এদেশের প্রেক্ষাপটে গ্রন্থকারের বক্তব্য সবিশেষ প্রণিধানযোগ্য। তিনি বলেন, সমাজ-অর্থনীতি-রাষ্ট্রকে এতকাল আমরা দেখেছি ছোট পর্দায়-খন্ডিত, আংশিক ও কামরাভুক্তভাবে। ফলে বিকাশের মর্মবস্তু বুঝতে আমরা ব্যর্থ হয়েছি। এসবের বিপরীতে সমাজঅর্থনীতি-রাষ্ট্রকে দেখতে হবে বড় পর্দায়। মানুষকে দেখতে হবে প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে।
কিন্তু উল্টোটাই এতকাল আমাদের ভাবনাজগৎ ও কর্মকান্ড জগতে নিয়ামক-নির্ধারক ছিল। সে কারণেই ‘শোভন’ কোনো সমাজ-অর্থনীতি-রাষ্ট্র বিনির্মিত হয়নি। শোভন সমাজ-শোভন অর্থনীতি-শোভন রাষ্ট্র হলো শেষ বিচারে বৈষম্যহীন অর্থনীতি ও উচ্চ নীতি-নৈতিকতাসম্পন্ন আলোকিত মানুষের জীবনব্যবস্থা।
আত্মপ্রত্যয়ী লেখক বলেন, এ পথে হাঁটা ছাড়া অশোভন পৃথিবী থেকে শোভন পৃথিবীতে উত্তরণ সম্ভব নয়। পথটা দেখাবে শোভন রাজনীতি।