মুজিববর্ষে গ্রন্থ প্রকাশ করবে ঢাকা কলেজ, লেখা আহবান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইতিহাস ঐতিহ্যের বিদ্যাপিঠ ঢাকা কলেজের পক্ষ থেকে সংকলন গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘রাজনীতির কবি’ শিরোনামে এই সংকলন গ্রন্থ প্রকাশের জন্য ইতোমধ্যেই শিক্ষার্থীদের নিকট থেকে চারটি বিভাগ ভিত্তিক লেখা আহ্বান করা হয়েছে।

লেখার বিভাগ সমূহ হলো— ইতিহাসমূলক ও গবেষণাধর্মী প্রবন্ধ, ছোট গল্প, কবিতা এবং ছড়া।

বিভাগ ভিত্তিক লেখা শিক্ষার্থীরা সরাসরি ডাক/কুরিয়ার অথবা dhakacollegeprincipal@gmail.com ইমেইল ঠিকানায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রেরণ করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সাধারণ শিক্ষার্থীদের ভাবনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য জীবনের আপোষহীন মনোভাব উজ্জীবিত রাখতে ও বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ পড়ার এবং জানার মাধ্যমে গবেষণা অব্যাহত রাখার চর্চাকে গতিশীল রাখতেই সংকলন গ্রন্থ প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার।

তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতেই এই উদ্যোগ। পুরো মুজিববর্ষ জুড়েই ঢাকা কলেজের পক্ষ থেকে অনেক কর্মসূচী গ্রহণ করা হয়েছিল। হঠাৎ করোনা পরিস্থিতির জন্য কিছুটা সমস্যা হয়েছে।

তবে যেকোন মূল্যে সবগুলো কর্মসূচীই ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ