২০২০ শিক্ষা বর্ষের বিনামূল্যের পাঠ্যবই বিতরনের জেলা কমিটির সভা অনুষ্ঠিত
২০২০ শিক্ষাবর্ষের সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ সংক্রান্ত জেলা কমিটির সভা বুধবার ৪ ডিসেম্বর দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপসচিব ও স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক পি কে এম এনামুল করিম এর সভাপতিত্বে পাঠ্যপুস্তক বিতরণ কমিটির সদস্য সচিব, ফেনী জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগম, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেনী সদর নাজনীন সুলতানা, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নাসির উদ্দিন আশরাফী, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, ফেনী জি এ একাডেমির প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী, ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং ফুলগাজী উপজেলা একাডেমিক সুপারভাইজার, মোঃ মোয়াজ্জেম হোসেন।
সভার সভাপতি পি কে এম এনামুল করিম ২০২০ শিক্ষাবর্ষের সরকারি বিনামূল্যের পাঠ্যপুস্তক সংরক্ষন ও বিতরন সম্পর্কে উপস্হিত সকলকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।