ঢাবি অধ্যাপকের নতুন বই
ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক শিল্প সমালোচক ও শিল্পকলার ইতিহাসবিদ ড. নাজমা খান মজলিসের নতুন বই ‘সিলেক্টেড এসেস অন আর্ট এন্ড আর্কিটেকচার’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সিরাজুল ইসলাম ইসলাম লেকচার হলে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাবির অধ্যাপক ড. আয়েশা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।
অনুষ্ঠানে বইটির ওপর আলোচনা করেন চারুকলা অনুষেদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. একেএম খাদেমুল হক। এছাড়া এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক মাহফুজুল ইসলাম, ড. নুসরাত ফাতেমা, সুরাইয়া আক্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক এমএম কাউসার, ড. মাসুদ রানা খান প্রমুখ।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ইতিবৃত্ত প্রকাশনীর স্বত্তাধিকারী আলো আরজুমান বানু।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বইটি প্রসঙ্গে বলেন, লেখক তার দীর্ঘ চার বছরের গবেষণার প্রতিফলন তুলে ধরেছেন বইয়ে। আশা করছি বইটির বহুল প্রচার হবে। বইটি পাঠক তথা শিল্প কলা ও স্থাপত্য কলার বিষয়ে আগ্রহীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে।
ইতিবৃত্ত প্রকাশনী থেকে প্রকাশিত ‘সিলেক্টেড এসেস অন আর্ট এন্ড আর্কিটেকচার’ গ্রন্থটির গায়ের মূল্য ৬০০ টাকা। তবে শতকরা ২৫ ভাগ কমিশনে বইটি ক্রেতারা কিনতে পারবেন।