১৫ মার্চ ২০১৯, ২৩:২৫

বেলিড চেয়ারম্যান ড. রেজাউল ইসলাম আর নেই

ড. মির্জা মোহাম্মদ রেজাউল ইসলাম  © ফাইল ফটো

বাংলাদেশ গ্রন্থাগারিক ও তথ্যায়নবিদ সমিতির (বেলিড) চেয়ারম্যান এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) গ্রন্থাগারিক ড. মির্জা মোহাম্মদ রেজাউল ইসলাম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৫ মার্চ) বেলা ১২টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে ১১ই মার্চ সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ড. রেজা। বুধবার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ১ম জানাযা ও মিরপুরে ২য় জানাযা শেষে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। জানাযায় আইইউটি’র ভাইস চ্যান্সেলর ড. ওমর যাহ, বেলিড নেতৃবৃন্দসহ দেশের গ্রন্থাগার পেশাজীবী ও সহকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কর্মজীবনে মরহুম রেজাউল ইসলাম গ্রামীণ ব্যাংক, বুয়েট, বিসিআইসি ও আইইউটিতে চাকুরী করেন।

তার মৃত্যুতে বাংলাদেশের গ্রন্থাগার পেশায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। ড. রেজা স্ত্রী ও ২ ছেলে সহ বহু গুণগ্রাহী আত্মীয়স্বজন রেখে গেছেন।