ব্রিটিশ কাউন্সিলের বাংলা ওয়েবসাইট আসছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:১২ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৩৫ PM
বাংলা ভাষায় ওয়েবসাইট চালু করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। যুক্তরাজ্যের বিশেষায়িত শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমভিত্তিক সংস্থাটির নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটির আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যাত্রা শুরু করবে। এর মাধ্যমে বাংলা ভাষাভাষীরা আরও সহজে ইংরেজি ভাষা শিক্ষা এবং যুক্তরাজ্যের সংস্কৃতির সম্পর্কে জানতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রবিবার ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘মাতৃভাষায় আমাদের ওয়েবসাইট থেকে সহজেই জেনে নিন সকল তথ্য। মহান ২১ ফেব্রুয়ারি-তে আসছি বাংলায়। এবার, প্রাণের ভাষায় ব্রিটিশ কাউন্সিল।’ হ্যাশ ট্যাগ দিয়ে বলা হয়, ‘আমরাওবলছিবাংলায়’।
বর্তমানে এই সংস্থার ইংরেজি ভার্সনের ওয়েবসাইট রয়েছে।
ব্রিটিশ কাউন্সিল বিশ্বব্যাপী শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে। এটি যুক্তরাজ্যের রাজকীয় সনদসহ ইংল্যান্ড, ওয়েলস্ এবং স্কটল্যান্ডের নিবন্ধনকৃত দাতব্য সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৩৪ সালে স্যার রেজিনাল্ড লিপার কর্তৃক উজ্জ্বীবিত হয়ে অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপনে নিয়োজিত ব্রিটিশ কমিটি ব্রিটিশ কাউন্সিল প্রতিষ্ঠিত করেন। এটির পৃষ্ঠপোষক দপ্তর য্ক্তুরাজ্য সরকারের বৈশ্বিক ও কমনওয়েলথ অফিস - উভয়ের মাধ্যমে সংযোগ ঘটিয়ে উত্তরোত্তর স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ বাংলাদেশে ইংরেজি ও ব্রিটিশ শিক্ষা প্রদান করে থাকে এবং সাংস্কৃতিক বিনিময়ে অবদান রাখে। এর প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত এবং শাখাসমূহ চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষা গ্রহণ করে। যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে শিক্ষা সংযোগে সহায়তা করে। আইইএলটিএস পরীক্ষা পরিচালনা এবং আইএলটিএস স্কলারশিপ দিচ্ছে। যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন বৃদ্ধি ও উন্নয়নের জন্যও এটি কাজ করছে। ব্রিটিশ কাউন্সিলের গ্রন্থাগারে অন্তত ১৫ হাজার বই, ৮০ হাজার ইবুক এবং ১৪ হাজার জার্নাল রয়েছে।