২০ বছরে লিখলেন ৭০ বছরের হরতাল ও রাজনীতি
১৯৪৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৭০ বছরের জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় প্রতিটি হরতাল এবং প্রধান রাজনৈতিক ঘটনা নিয়ে অজয় দাশগুপ্তের ‘সাত দশকের হরতাল ও বাংলাদেশের রাজনীতি’ গ্রন্থের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ বই লিখতে অন্তত ২০ বছর সময় কেটে গেছে বলে জানিয়েছেন লেখক।
মঙ্গলবার সকাল ১০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হলরুমে এ আয়োজন করা হয়। বিভাগের চেয়ারপারসন শাহ মো. নিসতার জাহান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থটির লেখক অজয় দাশগুপ্ত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অরুণ কুমার গোস্বামী এবং বিভাগের শিক্ষক ইব্রাহীম বিন হারুন ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে লেখক অজয় দাশগুপ্ত বলেন, গ্রন্থটি তাঁর দুই দশকের নিবিষ্ট পরিশ্রমের প্রকাশ। এ গ্রন্থেও তথ্য-উপাত্ত সংগ্রহে ৭০ বছরের প্রতিটি দিনের কোনো না কোনো জাতীয় দৈনিক পত্রিকার প্রতিটি পৃষ্ঠা পড়েছি। বইটিতে ঘটনাগুলোর পাশাপাশি আছে বিশ্লেষণ ও মূল্যায়ন।
লেখক ও শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা চাইলে যেকোনো বিষয়ের উপর গবেষণার জন্য তথ্য সংগ্রহ করে রাখতে পারেন। এতে দেখা যাবে এক সময় তার তথ্যগুলো সম্পদে রূপ নেবে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অরুণকুমার গোস্বামী বলেন, বইটি বিভিন্ন গবেষণার কাজে সাহায্য করবে। অনেক ঘটনা বইটিতে পাওয়া যাবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন শাহ মো. নিসতার জাহান কবির লেখকের দুই দশকের পরিশ্রমের কথা তুলে ধরে বলেন। বাংলা একাডেমি জাতির মননের প্রতিক। শিক্ষার্থীরা গ্রন্থটি থেকে রাজনৈতিক ইতিহাসের নানা দিক জানতে পারবেন।
প্রায় ৬০০ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। গত ২৫ জানুয়ারি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়।