রাবিতে ‘হিরণ্যসম্বিৎ’ ও ‘রুদ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের অধ্যাপক কবি অনীক মাহমুদের ষাট বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনাগ্রন্থ ‘হিরণ্যসম্বিৎ’ ও ‘রুদ্র’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে মোড়ক উন্মোচন করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুল খালেক।
অনুষ্ঠানের আহ্বায়ক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সুমাইয়া খানমের সঞ্চালনায় বিশেষ অতিথি অধ্যাপক গোলাম কবির উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতনের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক, রাবির শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আবুল হাসান চৌধুরী, এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মানিকুল ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন মানিকুল ইসলাম, মানপত্র পাঠ করেন কবি অনীক মাহমুদ, ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া তহমিনা সরকার। আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হয়।