১৯ জানুয়ারি ২০১৯, ১২:০৫
এক হাজার বছরের কোরআন অক্ষত উদ্ধার
আলজেরিয়ার খেনচেলাহ শহরে হাজার বছর আগের একটি কোরআনের পাণ্ডুলিপি পাওয়া গেছে। যার আয়াতসহ অন্যান্য বিষয়গুলো এখনো অক্ষত রয়েছে। আল-মাসা ওয়েবসাইটের বরাত দিয়ে শিয়া-ওয়েবস এই খবর দিয়েছে।
খবরে বলা হয়, প্যাপিরাস নামক এক ধরনের কাগজে লিখিত হয়েছে ওই কোরআনের আয়াতগুলো। কোরআনের এই পাণ্ডুলিপি খেনচেলাহ শহরের এক বাসিন্দার কাছে রক্ষিত ছিল। তিনি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে এই ঐশি গ্রন্থ পেয়েছেন বলে জানিয়েছেন। সম্প্রতি এই কোরআন খেনচেলাহ শহরের নিকটবর্তী আলজাভিয়া অঞ্চলে ‘নূর’ নামক এক অনুষ্ঠানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। প্রদর্শনী শেষে প্যাপিরাস কাগজে লিখিত হাজার বছরের পুরনো এই কোরআন ওই ব্যক্তির তত্ত্বাবধানেই থাকবে।
প্রসঙ্গত, উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া; যার ৯৯ভাগ মানুষ মুসলিম ধর্মাবলম্বী।