পাঠক টানতে পুরস্কার ঘোষণা গ্রন্থাগারের!
গ্রন্থাগার ব্যবহারে ছাত্র-ছাত্রীদের উৎসাহ দিতে পুরস্কার চালু করেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিষ্ঠানটির সমাবর্তন অনুষ্ঠানে তিনজন শিক্ষার্থীকে এই পুরস্কার দেওয়া হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান কলেজের অধ্যক্ষ ডমিনিক স্যাভিও।
তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে গ্রন্থাগারে যাওয়ার প্রবণতা কমে গেছে। এরই মধ্যে পাঠ্যের বিষয়বস্তু অ্যাপের মাধ্যমে পাওয়ার ব্যবস্থা তাঁরা করেছেন। কলেজের যে কোনও প্রান্ত থেকে অনলাইনে পড়ার বিভিন্ন পাঠ্যসূচি তাঁরা পাবেন। পাশাপাশি ছাত্রদের গ্রন্থাগারে যাওয়ার জন্যও উৎসাহিত করা হচ্ছে। তাই পুরস্কার চালু করা হয়েছে। ১৬ জানুয়ারি সমাবর্তন অনুষ্ঠানে তিনটি পুরস্কার দেওয়া হবে।
ইতোমধ্যেই পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন চন্দ্র রায়, অর্ঘ্যমাল্য বিশ্বাস ও মানালি মণ্ডল। অধ্যক্ষ জানান, ওই তিন শিক্ষার্থী ক্লাস করার পাশপাশি দৈনিক প্রায় ছয়-সাত ঘণ্টা গ্রন্থাগার ব্যবহার করেছেন।